নৈহাটি বিস্ফোরণের সঠিক তদন্তের দাবি রাজ্যপালের

0
4

নৈহাটিতে বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা নিয়ে সরব রাজ্যপাল। ঘটনা নিয়ে বিস্ফোরণের তদন্তের দাবি করেন জগদীপ ধনকড় । নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, বিস্ফোরণের অভিঘাত দেখে ঘটনা গুরুত্ব সম্পর্কে ধারনা হচ্ছে। কেন এই ধরনের ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল। পুলিশ-প্রশাসনের টনকনড়া উচিত বলেও টুইটার হ্যান্ডেলে লেখেন জগদীপ ধনকড়।


বৃহস্পতিবার দুপুরে নৈহাটির রামঘাটে অবৈধ বাজি নিষ্ক্রিয় করার সময়ই বিস্ফোরণ ঘটে। একাধিক বাড়ির জানলার কাচ ভেঙে যায়, উড়ে যায় বেশ কয়েকটি বাড়ির ছাদ। শুধু নৈহাটি নয়, ক্ষতিগ্রস্ত হয় গঙ্গার পাড় সংলগ্ন চুঁচুড়ার কয়েক বাড়িও। বাজি নয়, শক্তিশালী বোমা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করে এনআইএ তদন্তের দাবি জানান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এরপরেই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানান রাজ্যপাল।