কাল, শনিবার শহরে আসছেন কলকাতায়। বিমানবন্দর কিংবা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কী বিক্ষোভ হতে পারে? কারণ, সিএএ-এনআরসি নিয়ে রাজ্য উত্তাল। শাসক ও বিরোধী দল দুই তরফই ক্ষোভে ফুটছে। তাহলে কোনও দল কী এরকম কোনও পরিকল্পনা করেছে? তৃণমূলের তরফে এ ধরণের কোনও সম্ভাবনার কথা শোনা না গেলেও সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম সাফ জানান, তাঁরা প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখাবেন। গো ব্যাক স্লোগান দেবেন। রাজ্যের পুলিশ বাধা দিলে মুখ্যমন্ত্রীকেও গো ব্যাক স্লোগান শুনতে হবে। তবে আগাম সম্ভাবনার কথা মাথায় রেখে এসপিজি এবং গোয়েন্দা, দুই তরফেই বিমানবন্দর, রেস্কোর্সের আশপাশ ও নেতাজি ইন্ডোরে পুলিশি নিরাপত্তার ত্রিস্তরীয় রাখা হয়েছে। প্রবল নিরাপত্তা থাকছে ডালহৌসি, মিলেনিয়াম পার্কেও। এই বিক্ষোভের সম্ভাবনায় প্রধানমন্ত্রী দিনের আলো থাকাকালীনই কলকাতায় নামবেন। প্রথমে আসার কথা ছিল বিকেলে। সময় এগিয়ে এনে তা বিকেল ৩.৩০-৪টে করা হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকেই প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নামবেন রেস কোর্সে। সড়ক পথ এড়ানো হয়েছে বিক্ষোভের কথা মাথায় রেখেই।





























































































































