পিছু হঠে কেন্দ্রের ঘোষনা, হোস্টেলের বর্ধিত ফি আপাতত দিতে হবেনা JNU পড়ুয়াদের

0
4

পড়ুয়াদের আপোষহীন আন্দোলনের চাপে পিছু হঠতে বাধ্য হলো JNU কর্তৃপক্ষ এবং অবশ্যই কেন্দ্রের মোদি সরকার৷

JNU-এর হোস্টেলের ফি বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্তভাবে প্রত্যাহার করা না হলেও, আপাতত শীতকালীন সেমিস্টারে হোস্টেলের পরিষেবা এবং অন্যান্য খরচ ছাত্রছাত্রীদের দিতে হবেনা৷ এই খরচ পুরোটাই এ বছর দেবে UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পড়ুয়াদের শুধু বর্ধিত ঘর ভাড়া দিতে হবে৷

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করেছে৷ বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে JNU কর্তৃপক্ষকে৷।
হোস্টেলের ফি প্রায় 3 গুন বৃদ্ধির প্রতিবাদে এবং ওই বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গত নভেম্বর মাস থেকে টানা আন্দোলন চালাচ্ছে পড়ুয়াদের একটা বড় অংশ। সেই আন্দোলনের মাঝেই SFI দখল নেয় ছাত্র সংসদের৷ এই জয়ের ফলে আন্দোলন আরও তীব্রতর হয়৷ সেমিস্টার বয়কট করে পড়ুয়ারা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে৷ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার জন্য মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক একাধিক বৈঠক ডাকে৷ ওই বৈঠকগুলিতে আন্দোলনকারী পড়ুয়ারা হাজির থাকলেও, প্রতিবারই গরহাজির থাকেন JNU-র উপাচার্য এম জগদীশ কুমার।

তবুও আন্দোলন থেকে পিছিয়ে আসেননি পড়ুয়ারা। প্রতিরোধের মুখেও হোস্টেলের বর্ধিত ফি প্রত্যাহার করার দাবিতে অনড় থাকেন ছাত্রছাত্রীরা৷

শেষ পর্যন্ত JNU- পড়ুয়াদের এই বেনজির আন্দোলনের কিছুটা সুফল মিলেছে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়ে দিলো, শীতকালীন সেমিস্টারের জন্য হোস্টেলের পরিষেবা কিংবা অন্যান্য কোনও খরচই দিতে হবে না পড়ুয়াদের। UGC সেই খরচ বহন করবে৷