বিক্ষোভের আশঙ্কা? বদলে গেল প্রধানমন্ত্রীর রুট

0
3

কাল, শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাগরিকত্ব আইন আর এনআরসি নিয়ে রাজ্য এখন উত্তপ্ত। তার মাঝে মোদির সফর। বিক্ষোভের সম্ভাবনা আঁচ করে মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় যাওয়ার পথ পাল্টে ফেলল প্রধানমন্ত্রীর এসপিজি বাহিনী। মিলেনিয়াম পার্ক থেকে রাস্তা ধরেই বেলুড় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু বিক্ষোভ আর নিরাপত্তার কথা ভেবে জলপথেই বেলুড় যাওয়ার ব্যবস্থা হচ্ছে প্রধানমন্ত্রীর। ইতিমধ্যে স্পিড বোট নির্দিষ্ট করা হয়েছে। চলছে নিরাপত্তার বাকি খুঁটিনাটির দেখভাল। সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মিলেনিয়াম পার্কে।

অন্যদিকে মিলিনিয়াম পার্কের একটি ভবনের রঙ নিয়ে বিতর্কের মাঝে গেরুয়া রঙ পাল্টে দেওয়া হয় শুক্রবার। কর্তৃপক্ষ জানিয়েছে, গেরুয়া রঙ প্রাইমার। বদলে দেওয়া হয়েছে। এটা নেহাতই ভুল বোঝাবুঝি।