সকালে এসেই শ্রমিকরা দেখলেন কারখানায় লক আউট নোটিশ!

0
6

শহরের পরিচিত বিস্কুট কারখানা লক আউট। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল বারাকপুর শিল্পাঞ্চলের রাজা বিস্কুট কারখানা। শুক্রবার লক আউটের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে কারখানায়। ফলে কাজ হারালেন প্রায় দু’হাজার শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার ন্যায্য পাওনা চাইতে গেলে কর্তৃপক্ষ দুই কর্মীকে বরখাস্ত করে। প্রতিবাদে সব শ্রমিক মিলে এর প্রতিবাদ জানান। দাবি জানান, প্রত্যকের বকেয়া দিতে হবে। আজ, শুক্রবার সকালের শিফটে কর্মীরা কাজে যোগ দিতে এলে দেখেন, কারখানার গেটে ঝুলছে লক আউটের নোটিশ। অসন্তোষ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। অথৈ জলে পড়েন তাঁরা। বারাকপুর শিল্পাঞ্চল এমনিতে ধুঁকছে। একের পর এক জুটমিল বন্ধ হয়েছে প্রায় নিয়মিতভাবে। সেইসঙ্গে জুড়ল এই কারখানা। শ্রমিকরা লেবার কমিশনে যাবেন বলে জানান। দেখার বিষয় শ্রমিকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার এই ঘটনায় হস্তক্ষেপ করে কিনা।