সাইরাস মিস্ত্রির পুনর্বহালে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

0
6

সাইরাস মিস্ত্রির পদে ফিরে পাওয়ার পথে কাঁটা। টাটা সন্সের চেয়ারম্যান পদে তাঁর পুনর্বহালে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায়ে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। এনসিএলএটি-র রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবাদন করেন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রতন টাটা। শুক্রবার, সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএস বোবদে বলেন, এনসিএলএটি-র নির্দেশে ভ্রান্তি থাকতেও পারে। সেই কারণে ওই নির্দেশ খতিয়ে দেখা প্রয়োজন। এবিষয়ে সাইরাস মিস্ত্রিকেও নোটিশ পাঠানো হয়েছে।
বছর তিনেক আগে টাটা সন্সের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে। ১৮ ডিসেম্বর এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদটি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই রতন টাটার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। এনসিএলএটি-র রায়ের উপর স্থগিতাদেশের আর্জিও জানানো হয়। শুক্রবার, সেইমতোই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।