দেশের অসংখ্য ট্রেন আগামী আর্থিক বছরে বেসরকারি হাতে তুলে দেবে রেল মন্ত্রক। এ ব্যাপারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সবুজ সঙ্কেতও রেলমন্ত্রক পেয়ে গিয়েছে৷ তাই বেসরকারি হাতে যাওয়ার মুখেই দাঁড়িয়ে আছে হাওড়া, শিয়ালদহ ও মুম্বই রাজধানীর মতো ট্রেনগুলি৷
এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেটের আগেই দেশের ১৫০টি দ্রুতগতির ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়েছেন৷ রেলমন্ত্রক সূত্রের খবর, সীতারামনের সিদ্ধান্ত মেনেই দেশের যে ১৫০টি ট্রেনে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই তালিকাতেই আছে হাওড়া-নয়াদিল্লি এবং শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস৷ রেল মন্ত্রকের সিদ্ধান্ত, নিলামের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলিকে রেলের দায়িত্ব দেওয়া হবে৷ এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে চুক্তি করতে হবে বেসরকারি সংস্থাগুলিকে৷ প্রতিটি ট্রেন পরিচালনার জন্য দিতে হবে নির্দিষ্ট পরিমাণ অর্থ৷ জানা গিয়েছে, রাজধানী, দুরন্ত, শতাব্দী, গতিমানের মতো প্রিমিয়াম ট্রেনগুলির পরিচালনার দায়িত্ব নিতে পারে দেশের শীর্ষস্তরের কয়েকটি বেসরকারি সংস্থা।