কেন্দ্রের নয়া নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে রাজ্য বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব খারিজ হয়ে গেল। বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সর্বদলীয় প্রস্তাব হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরুতেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কংগ্রেস এবং বামেদের তরফে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। তাতে দাবি জানানো হয়েছিল, এই আইনকে বাতিল করা হোক। পাশাপাশি বলা হয়েছিল, কেরল বিধানসভার মতো একটি প্রস্তাব গ্রহণ করুক পশ্চিমবঙ্গ বিধানসভাও। কিন্তু এদিনের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে তা খারিজ হয়ে যায়।
এরপরই বাম-কংগ্রেস বৈঠক বয়কট করে। যদিও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগে ঘনিষ্ঠমহলে ইঙ্গিত দিয়েছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সর্বদলীয় প্রস্তাব হতেই পারে বিধানসভাতে।