বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কোনও কথা বলতে চাননি। কিন্তু তাদের ডিঙিয়ে ধোনির অবসর নয়ে মন্তব্য করে বসলেন বিরাটদের হেড কোচ রবি শাস্ত্রী।
শাস্ত্রী বললেন, আমার সঙ্গে ধোনির কথা হয়েছে। মনে হয় কিছু দিনের মধ্যেই ধোনি একদিনের ম্যাচ থেকে অবসর নেবে। শাস্ত্রী বুঝিয়ে দেন, একদিনের ম্যাচ থেকে ধোনি কার্যত অবসর নিয়ে নিয়েছেন। শাস্ত্রী বলেন,ধোনির হাতে থাকবে সেক্ষেত্রে শুধু টি-২০ ম্যাচ। সেটাও ৩৮ বছরের ধোনি এক বছরের বেশি খেলবে না। তবে আইপিএলে ভাল খেললে ওকে টি-২০ টিমে নেওয়া হবে।






























































































































