প্রতিষ্ঠিত চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। বুধবার রাতে, নিউটাউনের আকাঙ্খা মোড়ে আভিজাত আবাসনের ১২ তলা থেকে ঝাঁপ দেন ধর্মেন্দ্রকুমার চৌধুরী নামে এক চিকিৎসক। রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। নিউটাউন আকাঙ্খা মোড়ের একটি আবাসনে চিকিৎসক স্ত্রী ভূমিকা ভাবনা চৌধুরীকে নিয়ে থাকতেন ধর্মেন্দ্রকুমার।
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধেয় স্ত্রীকে নিয়ে শপিং করেন ধর্মেন্দ্রকুমার চৌধুরী। জিনিসপত্রের পাশাপাশি মদের বোতল কিনে বাড়ি ফেরেন তাঁরা। তারপর থেকেই মদ্যপান শুরু করেন ওই চিকিৎসক। সেই সময় এক রোগীর সঙ্গে ফোন কথা বলেন। সেই সময়েই তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন বলে জানিয়েছেন চিকিৎসকের স্ত্রী। অভিযোগ, ঘরের দরজা ভিতর থেকে আটকে দেন ধর্মেন্দ্রকুমার। ঘরের ভিতরে ভাঙচুরও চালান। তাঁর স্ত্রী ইকোপার্ক থানায় খবর দেন। খবর যায় দমকলকেও। পুলিশ ও দমকল পৌঁছতেই ১২ তলা থেকে ঝাঁপ দেন ধর্মেন্দ্রকুমার চৌধুরী। এটি নিছকই আত্মহত্যা, না কি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ। তবে, স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল বলে জানাতে পারেননি ভাবনা চৌধুরী।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সঙ্গে কফি হাউসে আড্ডা দিতে চান রাজ্যপাল






























































































































