প্রথমে জুহি চাওলা এরপর রবি শাস্ত্রী। নাগরিকত্ব আইনের স্বপক্ষে বক্তব্য রেখে সরকারের পাশে দাঁড়ালেন তাঁরা। জুহি বলেছেন, অনেকেই অনেক বিষয় নিয়ে না জেনে মন্তব্য করছেন। তার মধ্যে অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। করা উচিত নয়। জেনে করা উচিত। রবি শাস্ত্রী বললেন, মানুষের উচিত এ ব্যাপারে ধৈর্য রাখা, কারণ এটা একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা। আখেরে এই আইনের ফলে দেশেরই লাভ হবে। আঠারো বছর বয়স থেকে আমি ক্রিকেট খেলছি। কখনও ভাবিনি কোন ধর্মের ক্রিকেটার আমার সঙ্গে খেলছে। তাই ভারতীয়দের মত ভাবুন। ধর্মের কথা নয়।কখনও ভাববেন না আমি অমুক, আমি তমুক। আগামী দিনে সুফল পাওয়া যাবে। এই আইনের যদি কিছু পরিবর্তন করতে হয়, তাহলে নিশ্চিতভাবে সরকার করবে। এবং তাতে দেশের উন্নতি হবে। শাস্ত্রী তার মনের কথা বললেও অধিনায়ক বিরাট কিন্তু আইনটি জানেন না বলে কৌশলে এড়িয়ে গিয়েছেন।































































































































