পান্তার সঙ্গে অক্টোপাসের চাটনি! স্বাদ নিতে চলে আসুন এই ঠিকানায়

0
5

অক্টোপাসের চাটনি! আপনি খাবেন, নাকি আপনাকে খাবে? যদি আপনি খেতে পারেন, তাহলে সেই স্বাদ আপনার জিভের সঙ্গী লাইফ টাইম। ভাবছেন আজগুবি?

না, একেবারেই নয়। গল্প মনে হলেও সত্যি। চেটেপুটে ভিন্ন স্বাদের খাবার খেতে হলে আপনাকে আসতেই হবে সন্তোষ মিত্র স্কোয়ারে খাদ্য মেলায়। যেখানে আপনি পান্তা থেকে পাপড়ি চাট, চাইনিজ থেকে মোগলাই কিংবা কন্টিনেন্টালের সবই পাবেন। আরও এমন কিছু খাদ্য সম্ভার অপেক্ষা করছে, যার নাম বা স্বাদ আপনি আগে কোনওদিন পাননি। মেলার উদ্যোক্তা সজল ঘোষ জানালেন, এখানে আসলে পাত চেটেপুটে খেতে বাধ্য হবেন আপনি। আসলে যা দেবে অঙ্গে, তাই যাবে সঙ্গে।

বৃহস্পতিবার সন্তোষ মিত্র স্কোয়ারে এই মেলার উদ্বোধন করলেন অভিনেতা বিশ্বনাথ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অভিনেতা জানালেন, তিনি বাঙালি। তাই তিনি খাদ্য রসিক। এবং আজ তিনি মেলার উদ্বোধনে নয়, চেটেপুটে পাত সাফ করতে এসেছেন।

খাদ্য মেলা…