দিল্লির রাজপথে বাম ছাত্রদের প্রতিবাদ মিছিল। মিছিলে সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, শরদ যাদব সহ রাজনীতিকরা। ছিলেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। পুলিশ ছিল চোখে পড়ার মতো। মান্ডি হাউস থেকে মিছিল শুরু হয়ে যায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দফতর পর্যন্ত। এরপর পড়ুয়াদের ৮জনের প্রতিনিধি দল জেএনইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষের নেতৃত্বে মন্ত্রীর সঙ্গে দেখা করে। তাদের মূল দাবি,
১. ৫জানুয়ারির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।
২. আক্রমণকারীদের বিরুদ্ধে অবিলম্বে জেএনইউ কর্তৃপক্ষকে এফআইআর করতে হবে।
৩. অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
৪. পুলিশের নিষ্ক্রিয়তার কারণে দোষী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৫. অবিলম্বে সরিয়ে দিতে হবে উপাচার্য জগদেশ কুমারকে।
৬. বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফিজ বাতিল করতে হবে।
আরও পড়ুন-নৈহাটি না পোখরান? বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে আতঙ্ক গঙ্গা পাড়ে