দেশজুড়ে কেন এই সাধারণ ধর্মঘট? কারা ডেকেছে?

0
3

CAA, NRC, NPR প্রত্যাহার সহ একাধিক দাবিতে দেশজুড়ে এই ধর্মঘট চলছে। ধর্মঘটের ডাক দিয়েছে 17টি শ্রমিক সংগঠন। আজ দেশব্যাপী ছাত্র ধর্মঘটেরও ডাক দেওযা হয়েছে। ধর্মঘটে সামিল কংগ্রেসও।

কেন এই সাধারন ধর্মঘটের ডাক ?

বেহাল অর্থনীতি, বেসরকারিকরণ, বিলগ্নিকরণ-সহ একাধিক কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটীদের দাবি, শ্রমিকদের বেতন বৃদ্ধি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, সপ্তাহে 5 দিন কাজ। পরে যুক্ত হয়েছে NRC, CAA-র বিরোধিতা৷

ধর্মঘটে সামিল হয়েছে INTUC, CITU, AITUC, HMS, TUCC, UTUC, সেলফ এমপ্লয়েড ওমেনস অ্যাসোসিয়েশন, লেবার প্রোগ্রেসিভ ফেডারেশন ইত্যাদি ৷ বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন এই ধর্মঘটে নেই।