বারাসত পোস্ট অফিসে ভোর থেকে হাজির হয়েছিলেন দূরদূরান্ত থেকে আসা মানুষরা।
বেলা বাড়তে কর্মীরা আসেন। কিন্তু ধর্মঘটের জন্য কাজ করেন নি।
দরজা বন্ধ থাকে। ভেতরে সবাই ছিলেন। বলা হয় কাজ হবে না।
মানুষ বিক্ষোভ দেখান। পুলিশ আসে। কিন্তু পোস্ট অফিস খোলেনি।
এরপর মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে। ইঁট দিয়ে তালা ভাঙার চেষ্টা হয়। প্রবল বিবাদে ফের আসে পুলিশ।
এক বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে বলেন,” ভোর চারটে থেকে দাঁড়িয়ে। কর্মীরা এসে গল্প করছেন। অথচ ধর্মঘট বলে কাজ করবেন না। এসব সহ্য করা যায় না।”
আরও পড়ুন-পার্ক সার্কাস ময়দানকে হাজার যোজন দূরের শাহিনবাগ বানালেন ওনারা