এই সেই মারাত্মক ভিডিও। মার্কিন ড্রোন হামলা। যে হামলায় ইরানের কমান্ডার কাসেম সোলেমানি সহ প্রায় ৪০জনের মৃত্যু হয়। যদিও এর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। তবে এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে। দাবি করা হচ্ছে এটাই সেই মার্কিন ড্রোন হামলা। দেখার বিষয়, ড্রোন থেকে মিসাইল ছোড়ার পর পরপর বিস্ফোরণ হচ্ছিল। গাড়িগুলি জ্বলছিল। এই অবস্থায় শেষ মুহূর্তে গাড়ির সওয়ার সেনাকর্মী ও আধিকারিকরা গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। ছোটাও শুরু করেছিল। কিন্তু তাদের কেউই রক্ষা পাননি।
আরও পড়ুন-‘ধর্মগুরুরা আইনের উর্ধ্বে নয়’, টাকা নয়ছয়ের অভিযোগে আদালতের ধমক মোদির সদগুরুকে
তাদের প্রত্যেককে লক্ষ্য করে মিসাইল ছুড়ে খতম করা হয়েছে এই ভাবেই…