আমেরিকাকে সজোরে থাপ্পড় মেরেছি আমরা,মিসাইল হানার পর বলল ইরান

0
3

গত রাতে আমেরিকাকে সজোরে থাপ্পড় মেরেছি আমরা। ওদের মিথ্যাচার আর দুর্নীতি এবার আমরা শেষ করবই। ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে মিসাইল হানার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, এটা আমাদের সামরিক পদক্ষেপ ছিল। আমেরিকাকে থাপ্পড় মেরেছি আমরা। এরপর ওদের মিথ্যাচার আর দুর্নীতি আমরা শেষ করব। আমেরিকাই আমাদের পয়লা শত্রু। এজন্য শত্রুপক্ষের কৌশল আমাদের জানতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা যখন বলেন, আমরা আমেরিকার মৃত্যু চাই, তখন সভাকক্ষে উপস্থিত প্রতিনিধিরা হাত তুলে তাঁর কথার প্রতিধ্বনি করেন। খামেইনির এই বক্তব্য সারা দেশে সম্প্রচারিত হয়।

এদিকে এদিনের ঘটনার পর তড়িঘড়ি নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কড়া নিন্দা করেছে ব্রিটেন, অস্ট্রেলিয়া।

আরও পড়ুন-ইরানের হানায় নিহত ৮০ মার্কিন সেনা, জানাল আল-জাজিরা