Breaking: ইরানে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান

0
2

ইরানে চলতি উত্তেজনার মধ্যেই তেহরান বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল 180 যাত্রীবাহী ইউক্রেনের বিমান। কীভাবে এই বিমান ভাঙল তা এখনও জানা যায় নি। তবে প্রাথমিক খবর, কোনো সংঘাত নয়, কারিগরি ত্রুটিতে এই দুর্ঘটনা। যাত্রীদের কী অবস্থা, তাঁরা সুরক্ষিত নাকি বিপদে, তা জানা যায় নি। আমেরিকা-ইরান উত্তাপের মাঝে এই খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিস্তারিত পরে।