কৌশলী ভূমিকায় তৃণমূলের প্রশাসন

0
1

মুখ্যমন্ত্রী আগেই বলেছেন তৃণমূল বনধের ইস্যু সমর্থন করে। কিন্তু বনধ সমর্থন করে না।

বনধের সকাল নটা পর্যন্ত প্রশাসনের ভূমিকা:
১) প্রচুর পুলিশ।
২) সরকারি বাস খুব কম।
৩) প্রিপেড ট্যাক্সি, অটো, বেসরকারি বাস খুব কম। তৃণমূল ইউনিয়নও নামে নি।
৪) আবার বাম, কং অবরোধ হলে ছুটে গেছে পুলিশ। মুখে বুঝিয়েছে সরতে। কড়া পদক্ষেপের খবর এখনও নেই।
৫) তৃণমূলের কোনো মিছিল বা জমায়েত এখনও দেখা যায় নি।