ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত সুজাপুর, একের পর এক পুলিশের গাড়িতে আগুন!

0
2

ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদহের কালিয়াচকের সুজাপুর। ধর্মঘটীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়া হয় এবং শূন্যে গুলি চালানো হয়। এমনকি লাঠিচার্জও করে পুলিশ। পালটা আক্রমণে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়তে থাকে ধর্মঘটকারীরা ।
রাজ্যের একাধিক জায়গায় জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা করেন তাঁরা। মালদহ তার ব্যতিক্রম ছিল না। সকাল থেকেই মালদহের বিভিন্ন জায়গায় চলেছে অবরোধ। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বুধবার সকাল থেকেই বনধ সফল করতে মালদহের রাস্তায় নামেন বাম সমর্থকরা। বাস-ট্রেন থেকে শুরু করে টোটোতে ভাঙচুর চালানো হয়। যার নিট ফল, দুর্ভোগে নাজেহাল হন নিত্যাযাত্রীরা।
বেলা ১২ টা নাগাদ মালদহের কালিয়াচকের সুজাপুরের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ও কংগ্রেস সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেলে ধর্মঘটীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা। একের পর এক পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় । ঘটনার তীব্র নিন্দা করেছেন মালদহের তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন।