ধর্মঘটে বর্ধমানে চরম উত্তেজনা। পেট্রোল পাম্পে ভাঙচুরের অভিযোগ ধর্মঘট সমর্থকদের বিরুদ্ধে।
বাসে উঠে চালককে মারধরের অভিযোগ ধর্মঘট সমর্থকদের বিরুদ্ধে। ভেঙে দেওয়া হয়েছে বাসের একাংশ।
থামানো হচ্ছে টোটো। আতঙ্কে টোটো থেকে নেমে ছুটছেন যাত্রীরা। মাঝ রাস্তায় টোটো দাঁড় করিয়ে চাবি নিচ্ছে ধর্মঘটীরা।
———–
মা তারা এক্সপ্রেস শিয়ালদহ দাঁড়িয়ে, দুর্ভোগে যাত্রীরা
শিয়ালদহ থেকে সকাল ৭.২০-তে ছাড়ার কথা ছিল মা তারা এক্সপ্রেসের। বিভিন্ন জায়গায় ধর্মঘটের জেরে ট্রেন ছাড়েনি। দেড় ঘণ্টার বেশি সময় শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে মা তারা এক্সপ্রেস। ট্রেন দাঁড়িয়ে থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে এসিও। চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা।





























































































































