গাড়িতে সাবা করিম, স্টিয়ারিংয়ে ফিদেল… কী হল জানেন?

0
3

সামনের গাড়িটি কিছুতেই সাইড দিচ্ছিল না তার গাড়িকে। বারবার হর্ন দিয়েও কোনও কাজ হয়নি। শেষে গাড়িটিকে টপকাতে থার্ড লেন ধরে অ্যাক্সিলেটর ছোটালেন যুবক। গাড়িটিকে টপকানোর আগেই সামনে এসে পড়লেন এক মহিলা। রাস্তা পার হচ্ছিলেন। চেষ্টা করেও লাভ হয়নি। সোজা ধাক্কা তাঁকে। ছিটকে পড়লেন তিনি। সোজা হাসপাতালে। চলছে যমে মানুষে লড়াই। আটক গাড়ির ড্রাইভার।

কিন্তু রোজ তো এমন ঘটনা কতো ঘটে। তাহলে কেন আলোচনায়। আসলে গাড়ির স্টিয়ারিংয়ে বসে থাকা যুবকটি আর কেউ নন ভারতের প্রাক্তন ক্রিকেটারের পুত্র। যুবকের নাম ফিদেল। বাবা সাবা করিম। দেশের প্রাক্তন উইকেট কিপার, প্রাক্তন জাতীয় নির্বাচক। ঘটনা মুম্বইয়ের কেম্পেস কর্নারের কাছে। গাড়িতে সওয়ার ছিলেন সাবা নিজেও। ছেলেকে আটক করলেও সাবাকে করা হয়নি। মহিলার জ্ঞান ফেরার পর বয়ান পাওয়া গেলেই মিলতে পারে আসল তথ্য।

আরও পড়ুন-এক নজরে মহানগরে ধর্মঘটের হাল হকিকৎ