বেঙ্গালুরুতে ধর্মঘটীদের বড় জমায়েত

0
3

সাধারণ ধর্মঘটের সমর্থনে বিজেপি-শাসিত কর্নাটকের বেঙ্গালুরুতে বড় বিক্ষোভ-জমায়েত করল ধর্মঘটীরা। জনজীবন মোটের উপর স্বাভাবিক থাকলেও কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় জমায়েতে ভিড় হয়েছিল ভালই। বেঙ্গালুরুর রাস্তায় অসংখ্য লাল পতাকা নিয়ে সরকারবিরোধী শ্লোগান দেন বামপন্থীরা। একাধিক ইস্যু তুলে ধরা হয়েছে ধর্মঘটে। শ্রমিকবিরোধী নীতি, বেহাল অর্থনীতি, ছাঁটাই, বিলগ্নিকরণ, ব্যাঙ্ক সংযুক্তিকরণের ইস্যুর সঙ্গে যুক্ত হয়েছে CAA, NRC ও NPR-এর বিরোধিতাও।