এবার বরুণ বললেন, এটা নিরপেক্ষ থাকার সময় নয়

0
2

মাঝে মধ্যে সময় আসে, যখন চুপ করে থাকা যায় না, মুখ খুলতেই হয়। নিরপেক্ষ থাকা যায় না।এখন সেই সময়। জেএনইউতে যা হয়েছে তা এই সময়ের সবচেয়ে লজ্জার। বলিউডে সেলেবদের প্রতিবাদের কণ্ঠ এবার নয়া সংযোজন বরুণ ধাওয়ান।

মধ্যপ্রদেশে নিজের ছবির প্রচারে এসে বরুণ বলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে মুখ বেঁধে অনেকে আক্রমণ করছে। আর পুলিশ সেখানে দর্শকের ভূমিকায়! রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। কিন্তু দিনের শেষে তো আমরা ভারতবাসী, এই দেশের নাগরিক। তাই এটা কিছুতেই মানা যায় না। পড়ুয়াদের এটা পাওনা ছিল না। পুলিশের দায়িত্ব পড়ুয়াদের নিরাপত্তা দেওয়া।

আরও পড়ুন-ধর্মঘট থেকে মুখ ফেরালেন সরকারি কর্মীরা, দফতরগুলিতে উপস্থিতির হার ৯৫ শতাংশ