যাত্রীবিমান ধ্বংস, মার্কিন বায়ুসেনার উপর ইরানের মিসাইল

0
3

দুটি আলাদা ঘটনা।

বুধবার ভোরে ইরানের তেহরানে খোমেইনি বিমানবন্দর থেকে ওড়ার পরেই ভেঙে পড়ে ইউক্রেনের যাত্রীবাহী বিমান। 180 যাত্রীর অবস্থা সম্পর্কে এখনও জানা যায় নি। বলা হচ্ছে কারিগরি ত্রুটিতে দুর্ঘটনা।

অন্যদিকে মার্কিন বায়ুসেনার ঘাঁটিতে মিসাইল হামলা করল ইরান। পুরোপুরি যুদ্ধের পরিস্থিতি।

ঘটনা দুটি আপাতভাবে মিল না থাকলেও জল্পনা তুঙ্গে।
আমেরিকার সঙ্গে ইরানের যে সংঘাত চলছে, তার জেরেই যাত্রীবাহী বিমানটির উপর কোনো আঘাত এলো না তো? সত্যিই কারিগরি ত্রুটি, না বাইরে থেকে আঘাত? এখনও স্পষ্ট জানা যায় নি।

এদিকে ইরানের মিসাইল হানায় ফুঁসে উঠেছে আমেরিকা। ফলে পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।