কেরালায় ধর্মঘট সর্বাত্মক

0
2

বামশাসিত একমাত্র রাজ্য কেরালায় সাধারণ ধর্মঘট প্রায় শান্তিপূর্ণ ও সর্বাত্মক। বিরোধী দল কংগ্রেসও ধর্মঘটকে সমর্থন করেছে। ফলে সংঘাতের আশঙ্কা কার্যত নেই। ধর্মঘটের সমর্থনে বামপন্থীদের বিরাট মিছিল বেরিয়েছে তিরুবনন্তপুরম, ত্রিশূর সহ বিভিন্ন জেলায়। মিছিলে অংশ নেন ছাত্র, কৃষক, মহিলারাও। ধর্মঘটে বন্ধ যানচলাচল।

আরও পড়ুন-মুম্বই, হায়দরাবাদে মিছিল, জমায়েত