‘অ্যাম্বুল্যান্স আটকেছি, আবার আটকাবো’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

0
3

 

অ্যাম্বুল্যান্স আটকিয়েও বেপরোয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সভা চলার সময় অ্যাম্বুল্যান্সকে রাস্তা না ছেড়ে বিতর্কে ডুবেছেন দিলীপ ঘোষ। সেই ভিডিও ভাইরাল হয়েছে৷ উঠেছে সমালোচনার ঝড়। তবুও নিজের অবস্থানে অনড় এই সাংসদ। তিনি দাবি করেছেন, “সভা বানচাল করতেই এসব করা হয়েছে। ‘অ্যাম্বুল্যান্স আটকেছি, আবার আটকাবো”৷
CAA-র সমর্থনে সোমবার কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনের সামনে এক সভা করেন দিলীপ ঘোষ। তখন একটি অ্যাম্বুল্যান্স সভাস্থলের কাছাকাছি আসে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই অ্যাম্বুল্যান্সে রোগী ছিলেন। সভার জেরে এলাকায় তীব্র যানজট হওয়ায় রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্স যাওয়ার সুযোগ পাচ্ছিল না। ঘটনাটি নজরে আসে দিলীপ ঘোষের। তিনি মঞ্চ থেকে বলেন, ‘‘এখান দিয়ে যেতে দেওয়া যাবে না। লোকে রাস্তায় বসে রয়েছে। ডিসটার্ব হয়ে যাবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যান।’’ বিজেপি রাজ্য সভাপতির এহেন অমানবিক আচরণ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি বোঝালেন এই সমালোচনায় তাঁর কিছুই যায় আসে না । দিলীপ ঘোষের সাফাই, “এ রাজ্যে অ্যাম্বুল্যান্সে করে নেশার দ্রব্য পাচার করা হয়। সভা বানচাল করতে ওই এলাকায় ফাঁকা অ্যাম্বুল্যান্সটি পাঠানো হয়েছিল।”