ধর্মঘটের দিনেই সম্প্রীতিতে ফাটল! বন্ধ যান চলাচল

0
3

ধর্মঘটের দিনেই সম্প্রীতিতে ফাটল! যার জেরে বন্ধ যান চলাচল। নাকাল নিত্যযাত্রীরা। উদ্বোধনের বর্ষপূর্তির আগেই

দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে হঠাৎ বড়সড় ফাটল দেখা যায় আজ বুধবার নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ।

নিরাপত্তার খাতিরে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।মহেশতলা থানা মাইকিং করে উড়ালপুলের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। অথচ, গতবছর ১১ জানুয়ারি উড়ালপুলটি উদ্বোধন হয়েছিল।

স্থানীয় লোকজনদের কথায়, প্রথম থেকেই এই জয়েন্টে গাড়ি গেলেই আওয়াজ হতো, সেই নিয়ে লার্সেন এবং টুরবো কোম্পানিকে জানানো হলেও তারা কর্ণপাত করেনি।