রাস্তা আটকে দেদার ক্রিকেট-ব্যাডমিন্টন, বাসের ছাদে নাচানাচি! সৌজন্যে যাদবপুরের অতিবামেরা

0
5

বুধবার বাম ও কংগ্রেসের বিভিন্ন গণসংগঠনের পাশাপাশি দেশজুড়ে ছাত্র ধর্মঘট পালন করছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ব্যতিক্রমী নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ও।

এদিন সকাল থেকেই যাদবপুরের এসএফআই ইউনিট বিশ্ববিদ্যালয় ৪ নম্বর গেটের সামনে ধর্মঘট পালন করে। কেন্দ্র সরকার ও বিজেপির বিরুদ্ধে তারা পিকেটিংও করে। যদিও পথচলতি সাধারণ মানুষ ও যানবাহনের বিশেষ অসুবিধা করেনি এসএফআই সংগঠনের পড়ুয়ারা।

কিন্তু একটু বেলা বাড়তেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতি বাম ও নকশালপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে জোর করে পথ আটকে সাধারণ মানুষের সমস্যা তৈরী করার অভিযোগ উঠল।

অভিযোগ, যাদবপুরের এই সংগঠনের ছাত্রছাত্রীরা যাত্রী ভর্তি বাসের ছাদে উঠে লাফালাফি ও নাচানাচি করে। বেশ কিছুক্ষণ ব্যাপক যানজট তৈরি হয় তাদের জন্য। সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষও।

শুধু তাই নয়, এরা রাস্তা আটকে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলায় মেতে ওঠে। যেখানে দর্শকের ভূমিকায় ছিলেন, আটকে থাকা সাধারণ মানুষ এবং বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

আরও পড়ুন-‘ধর্মগুরুরা আইনের উর্ধ্বে নয়’, টাকা নয়ছয়ের অভিযোগে আদালতের ধমক মোদির সদগুরুকে