ধর্মঘটে চেন্নাই স্বাভাবিক, স্তব্ধ পুদুচেরি

0
3

বামেদের ডাকা সাধারণ ধর্মঘটে কোনও প্রভাব পড়েনি তামিলনাডুর চেন্নাইতে। জনজীবন পুরোপুরি স্বাভাবিক। বাস, অটো, ট্যাক্সি সহ সমস্ত ছোট-বড় যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। অফিস,দোকান-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, সর্বত্র স্বাভাবিক কাজকর্মের ছবি। তবে অশান্তি এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে চেন্নাই স্বাভাবিক থাকলেও কয়েক কিলোমিটার দূরে পুদিচেরিতে জনজীবন সম্পূর্ণ স্তব্ধ। পুদিচেরিতে কংগ্রেসের সরকার এবং কংগ্রেস এই ধর্মঘট সমর্থনও করছে। ফলে পুদুচেরির রাস্তায় যানচলাচল নেই, অফিস, দোকান, স্কুল-কলেজ বন্ধ। সর্বাত্মক ধর্মঘটের চিত্র।