বারাসতে কৌটো বোমা উদ্ধার

0
7

দেশ জুড়ে বাম-কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘটের সকালেই চাঞ্চল্য ছড়াল বারাসতে। বারাসতের হেলা বটতলায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দুটি কৌটা বোমা উদ্ধার হয়। পুলিশ গিয়ে কোটে দুটিকে নিয়ে যায় উত্তেজনা ছড়াতেই ওখানে কোটা বোমা রাখা হয়েছিল বলে অনুমান।