বনধ ব্যর্থ করে মানুষ সেলিমদের মুখে কালি মাখিয়েছে, সিপিএমকে কটাক্ষ রাহুলের

0
3

সিপিএম-কংগ্রেস যতই ঘটা করে প্রেস কনফারেন্স-এ দাবি করুক ধর্মঘট সফল, তা কিন্তু ফুৎকারে উড়িয়ে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা রাহুল সিনহা বাম ও কংগ্রেসের ডাকা এই বনধকে কটাক্ষ করেন।

তিনি বলেন, “সিপিএম নাকি বনধ ডেকে মানুষের কথা বলছে। আজ কোথায় বনধ? আমি তো সারাদিন শহরের এপ্রান্ত-ওপ্রান্ত ঘুরলাম, কিছুই তো চোখে পড়লো না। মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে, তারাই নাকি মানুষের কথা বলছে। সিপিএমের কথা কেউ শোনে না। ওদের কোনও গ্রহণযোগ্যতা নেই। বনধ ব্যর্থ করে মানুষ সেলিমদের মুখে কালি মাখিয়েছে। এরপর বেশি বাড়াবাড়ি করলে মানুষ সেলিমদের সারা শরীরে কালি লেপে দেবে।”