জেএনইউর ঘটনায় ছাত্র ইউনিয়নের পক্ষে সংহতি জানাতে ও ছাত্র-শিক্ষকদের উপর হামলার নিন্দায় গতকালই বিশ্ববিদ্যালয়ের সবরমতী হস্টেলে যান দীপিকা পাড়ুকোন। এই ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলল দিল্লি বিজেপি ইউনিট। দিল্লি বিজেপির পক্ষ থেকে দীপিকার সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়েছে।































































































































