বেলা বাড়তেই কড়া মনোভাব শুভেন্দুর

0
7

সকালে বেশ কিছু জায়গায় সরকারি পরিবহন কম ছিল। কিন্তু বেসরকারি পরিবহন কম আছে বুঝেই বেলা বাড়তে সরকারি গাড়ি বাড়ান পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাস চালকদের হেলমেট পরানো আছে। ভাঙচুরে কড়া ব্যবস্থা নেবে দপ্তর। ক্ষতিপূরণ, বীমারও ব্যবস্থা করছেন শুভেন্দু।