অমর্ত্যর সাফ কথা, এখনই সুপ্রিম কোর্টের উচিত সিএএ বাতিল করা

0
4

সিএএ সংবিধান বিরোধী। এখনই সুপ্রিম কোর্টের উচিত আইন বাতিল করা। সরকারের উচিত, এ সবের মধ্যে না ঢুকে মানুষের মূল সমস্যা সমাধানে বেশি গুরুত্ব দেওয়া।

সিএএ নিয়ে ভারত জুড়ে ধর্মঘটের মাঝেই সরকারকে এইভাবেই তোপ অমর্ত্য সেনের। এই মুহূর্তে নোবেলজয়ী ভারতে। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠান শেষে তাঁকে এনআরসি নিয়ে মতামত জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নিয়ে আলোচনা হয়। সেখানে সাফ বলা হয়, ভেদাভেদের জন্য ধর্মকে কখনই ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

কিন্তু কেন সুপ্রিম কোর্টের এই আইন বাতিল করা উচিত? অমর্ত্য বলেন, নাগরিকত্বের সঙ্গে জড়িয়ে থাকা কোনও মৌলিক অধিকারের ক্ষেত্রে কোনও ধর্মীয় গণ্ডি কাটা যায় না। এ ক্ষেত্রে দরকার একজন কোথায় জন্মগ্রহণ করেছেন, অথবা কোন ধরণের নাগরিকত্ব আইন দরকার। নাগরিকত্ব আর ধর্ম দুটো আলাদা বিষয়, আলাদা করে রাখা দরকার। সেই সঙ্গে তাঁর পরামর্শ, মানুষের মূল সমস্যায় মনোনিবেশ করা উচিত সরকারের। গোষ্ঠী ভেদাভেদ তৈরি হলে তা সামাজিক জীবনে প্রভাব ফেলে। বুদ্ধি আর বিকাশে বাধা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন-স্টেশন থেকে ফেরিঘাট কিংবা ব্রিজ, হাওড়ায় ধর্মঘটের প্রভাব নেই