মহানগরে অস্ত্র কারখানার হদিশ

0
2

মহানগরেই অস্ত্র কারখানার হদিশ। গোপনসূত্রে খবর পেয়ে সোমবার, মাঝরাতে নাদিয়ালের ওয়াপসিগঞ্জে স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। একটি ফাঁকা বাড়িতে টিনের শেড করে অস্ত্র তৈরির কারখানা চালানো হচ্ছিল। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় একজনকে গ্রেফতার করা করেছে নাদিয়াল থানার পুলিশ। ধৃতের নাম আবদুল কায়েম ওরফে মুন্না, তিনি বিহারের মুঙ্গেরের বাসিন্দা।

এই অস্ত্র কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল বা এরসঙ্গে আর কে কে যুক্ত তা জানতে মুন্নাকে জেরা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির মালিককেও। যন্ত্রপাতি তৈরির কারখানার কথা বলেই মুন্না বাড়ি ভাড়া নিয়েছিল বলে জানিয়েছেন বাড়ির মালিক।

আরও পড়ুন-ছাত্রীদের কু-প্রস্তাব, শিক্ষিকাদের অশ্লীল মেসেজ, কী হল অভিযুক্ত প্রধান শিক্ষকের?