আজ ইন্দোরে দ্বিতীয় ম্যাচ, গুয়াহাটি নিয়ে জলঘোলা

0
5

আজ, মঙ্গলবার ইন্দোরে দ্বিতীয় টি-২০ম্যাচ। ভারত-শ্রীলঙ্কার প্রথম ম্যাচ গুয়াহাটিতে বৃষ্টির জন্য ভেস্তে যায়। ইন্দোরের হোলকার স্টেডিয়াম ব্যাটসম্যানদের স্বর্গ বলা হয়। তবে রাতের শিশিরের জন্য বিশেষ স্প্রের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে যে দলই টসে জিতুক, ব্যাটিং নেবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় দলে পরীক্ষা অবশ্যই শিখর ধাওয়ানের। দেখার বিষয় চোট কাটিয়ে দলে ফিরে কেমন বল করেন যশপ্রীত বুমরা।

অন্যদিকে গুয়াহাটিতে বৃষ্টি থামা সত্ত্বেও ম্যাচ করতে না পারায় ক্ষুব্ধ বিসিসিআই। পিচের আচ্ছাদনে ফুটো থাকা আর সেখান দিয়ে জল ঢুকে যাওয়ায় অবাক বোর্ড। শুধু তাই নয়, আচ্ছাদনের উপর দিয়ে সুপার সপার চালানোয় ক্ষুব্ধ কর্তারা। পিচ কিউরেটরের কাছে অবিলম্বে রিপোর্ট চাওয়া হয়েছে।