গত বছর তিনি বিশ্বের প্রবীণতম মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। নাম ‘কানে তানাকা’। তিনি জাপানের বাসিন্দা। তিনি নিজের ১১৭তম জন্মদিন পালন করলেন ২ জানুয়ারি। নিজের রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেলেন বিশ্বের প্রবীণতম এই মানুষটি। জাপানের ফুকুওকা-তে একটি নার্সিংহোমে কানের পরিবার জড়ো হয়েছিল। সেখানে এখন তিনি চিকিৎসাধীন। সবার সঙ্গে পালন করলেন তাঁর এবারের জন্মদিন। তিনি নিজে চলাফেরা করতে না পারলেও হুইল চেয়ারে বসেই সেই পার্টিতে যোগ দেন। সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। গত বছরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন কানে । ঘোষণা করা হয় তিনিই বিশ্বের প্রবীণতম মানুষ। ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। ১৯২২ সালে বিয়ে করেন হিদেও তানাকা-কে।
দেখুন তাঁর সেই জন্মদিনের ভাইরাল ভিডিও…
আরও পড়ুন-আবহাওয়ার বদলই মারাত্মক সঙ্কট ডেকে এনেছে অস্ট্রেলিয়ায়





























































































































