দেশের অন্যতম শীর্ষ নেতা তথা কুদস বাহিনীর প্রধান কাসিম সুলেইমানি হত্যার পর শোকে, ক্রোধে ফুঁসছে গোটা ইরান। দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে সমস্বরে প্রতিশোধের দাবিতে সোচ্চার দেশের আমজনতা। ইরানে মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম ঘোষণা হয়েছে আট কোটি মার্কিন ডলার। দেশজুড়ে একটাই আওয়াজ, আমেরিকার উপর চরম বদলা নিতে হবে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে এক নজিরবিহীন প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ করেছে ইরানের সংসদ। প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী ও পেন্টাগনের কর্তারা এক বিপজ্জনক সন্ত্রাসবাদী গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীর হাতেই শহিদ হয়েছেন সুলেইমানি। জীবিত সুলেইমানির চেয়েও মৃত সুলেইমানি যে আরও বেশি ভয়ঙ্কর, এবার তা বুঝবে আমেরিকা, ইজরায়েল। এবার থেকে আর কোনও পরমাণু পরীক্ষা সংক্রান্ত নিষেধাজ্ঞাও মানা হবে না। ইরানের চোখে আমেরিকা তাদের শীর্ষ নেতার হত্যাকারী অপরাধী। ইরানের সংসদ একইসঙ্গে সুলেইমানির দায়িত্বে থাকা কুদস বাহিনীর জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে।
এদিকে মঙ্গলবার ইরানের কেরমান শহরে কাসিম সুলেইমানিকে সমাহিত করা হয়। এটি সুলেইমানির জন্মস্থান। শেষ মুহূর্তে প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন কয়েক লাখ মানুষ। ফলে গোটা শহর জনসমুদ্রে অবরুদ্ধ হয়ে পড়ে। প্রবল ভিড়ের চাপে 50 জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা 200 ছাড়িয়েছে।