জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেলে হামলার ঘটনায় এবিভিপি-কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল আক্রান্তরা। যদিও সেই সময় অভিযোগ অস্বীকার করে বিজেপির ছাত্র সংগঠন। কিন্তু মঙ্গলবার হিন্দু রক্ষা দল নামে এক সংগঠন ওই হামলার দায় স্বীকার করে। শুধু তাই নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ও যদি জেএনইউ-এর মতো “দেশবিরোধী কার্যকলাপ হয়” তবে সেখানেও হামলা চালানো হবে বলে সংগঠনের তরফে হুমকি দেওয়া হয়েছে।
হিন্দু রক্ষা দলের নেতা ভূপেন্দ্র তোমর ওরফে পিঙ্কি চৌধুরি মঙ্গলবার, নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, “জেএনইউ জাতীয়তাবিরোধী ও হিন্দুবিরোধী কার্যকলাপের আখড়া। সেটা কমিউনিস্টদের ঘাঁটি। আমরা তাদের সহ্য করব না”। ১ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওতে ভূপেন্দ্র তোমর বামপন্থীদের সম্পর্কে নিজের ক্ষোভ উগড়ে দেন। এরপরেই তিনি দাবি করেন, সেদিন জেএনইউ-তে হামলা চালায় তাঁদের কর্মীরা। এবিষয়ে অন্য কোনও দলের প্রতিক্রিয়া মেলেনি। তবে, বারবার আক্রান্ত ছাত্রছাত্রীরা যে, বহিরাগত বিজেপি শাখা সংগঠনের হামলার অভিযোগ করছিলেন, সেই দাবিই এই ভিডিও-তে প্রতিষ্ঠিত হল বলে মনে করা হচ্ছে।































































































































