ছাত্র সংসদের সভানেত্রী আহত ঐশী ঘোষকেই কাঠগড়ায় তুলল দিল্লি পুলিশ। রবিবার, জেএনইউ-এর সবরমতী হস্টেলে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন ঐশী। সেই এসএফআই নেত্রী সহ ১৯ জনের বিরুদ্ধেই মঙ্গলবার মামলা দায়ের করল দিল্লি পুলিশ। অভিযোগ, ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে ভাঙচুর করেছিলেন তাঁরা। ৫ জানুয়ারি সন্ধেয় লাঠি, রড় নিয়ে বিশ্ববিদ্যালয় ও হস্টেলে হামলা চালায় কমপক্ষে ৫০ জন দুষ্কৃতী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ফি কমানোর যে আন্দোলন চলছে, তার জেরেই সার্ভার রুমের ক্ষতি করা হয়েছে। সার্ভার রুমে ভাঙচুরের জেরেই সবরমতী হস্টেলে হামলা হয়েছে। এছাড়াও ৩ ও ৪ জানুয়ারি জেএনইউয়ের ছাত্রদের বিরুদ্ধে দু’টি এফআইআর করা হয়, যার দ্বিতীয়টিতে ঐশী ঘোষের নাম রয়েছে।
আরও পড়ুন-আবহাওয়ার বদলই মারাত্মক সঙ্কট ডেকে এনেছে অস্ট্রেলিয়ায়































































































































