ছাত্রীদের কুরুচিকর মন্তব্য, কুপ্রস্তাব, শিক্ষিকাদের অশ্লীল মন্তব্য—এই অভিযোগে বরাখাস্ত হলেন বসিরহাটের মধ্যমপুর গোলাইচণ্ডী হাইস্কুলের প্রধান শিক্ষক আশিক ইকবাল মণ্ডল। গত এক বছর ধরে তিনি এই কুকীর্তি করছেন বলে অভিযোগ। কুরুচিকর মন্তব্যের পাশাপাশি, শিক্ষিকাদের তিনি অশ্লীল এসএমএস পাঠাতেন। অভিযোগ, প্রতিবাদ করলে চাকরি থেকে বরখাস্ত হুমকি দিতেন প্রধান শিক্ষক।
২০১৯-এর ২২ অগাস্ট স্কুলের এক ছাত্রীকে প্রধান শিক্ষক কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। প্রতিবাদ করলে তাকে স্কুল থেকে টিসি দেওয়ার ভয় দেখান। এই ঘটনায় প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। লিখিত অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ গিয়ে সরেজমিনে খতিয়ে দেখে প্রধান শিক্ষককে গ্রেফতার করে। সহকারী শিক্ষিকাও আশিক ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই স্কুলের ৩ শিক্ষিকা পুরো ঘটনা উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদে জানান। রাজ্য শিক্ষা দফতর একটি তদন্ত কমিটি গঠন করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত করে। এরপরেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।