মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে বড়সড় সাফল্য পেল রাজ্য সরকার৷ এই শিক্ষক নিয়োগে রাজ্যের তৈরি করা আইনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট।সোমবার শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে৷ শীর্ষ আদালত জানিয়েছে, ২০০৮ সালে রাজ্য সরকার যে মাদ্রাসা সার্ভিস কমিশন আইন তৈরি করেছে, তা সম্পূর্ণ বৈধ।
আজ বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি ললিতের বেঞ্চ নিজেদের রায়ে জানিয়েছেন, সাংবাধানিকভাবে বৈধ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন ২০০৮। এখনও পর্যন্ত মাদ্রাসা পরিচালন সমিতি যাঁদের শিক্ষক হিসেবে নিয়োগ করেছে, বৃহত্তর স্বার্থে তাঁদের নিয়োগ বহাল থাকবে। এরই পাশাপাশি আদালত আরও জানিয়েছে যে, সরকার বা যে সংগঠন সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে, তারা শুধু শিক্ষকের নাম প্রস্তাবই নয়, সরাসরি শিক্ষক নিয়োগ করতে পারবে।
প্রসঙ্গত, ২০০৮ সালে বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন৷ তৎকালীন রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল, এই সার্ভিস কমিশনই সব মাদ্রাসায় শূন্য পদে শিক্ষক নিয়োগ করবে৷ এর আগে বাম সরকারের আমলেই ২০০৭ সালে রাজ্যের ৬১৪টি মাদ্রাসাকে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছিল৷সংবিধানের ৩০ ধারায় উল্লেখ রয়েছে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান গঠন ও তার পরিচালনার সম্পূর্ণ অধিকার থাকবে সংখ্যালঘুদের প্রতিনিধিদের উপরেই৷
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.