বাম দলগুলির ডাকা ৮ জানুয়ারি দেশব্যাপী ধর্মঘটকে সমর্থন করছেন না বলে সোমবার গঙ্গাসাগরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন এবং সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদকে সমর্থন করলেও তিনি এই উদ্দেশ্যে কোনও ধর্মঘটকে সমর্থন করবেন না।
গত বছরের ২৬ ডিসেম্বর বাম দলগুলি সিএএ, এনআরসি এবং জাতীয় এনপিআর-এর বিরুদ্ধে ১ জানুয়ারি থেকে সাত দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল। একই সঙ্গে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আগামী ৮ জানুয়ারি দেশব্যাপী ধর্মঘটেরও ডাক দেওয়া হয়।এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, তিনি সিএএ, এনপিআর এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদকে সমর্থন করেছেন। তবে এমন কোনও ধর্মঘটকে তিনি সমর্থন করবেন না, যাতে জনগণের ক্ষতি হয় এবং রাজস্বের ক্ষতি হয়।যদিও সিএএ-বিরোধী ধর্মঘটকে সফল করতে বাম সংগঠনগুলি এবং কংগ্রেস অন্যান্য দলেরও সমর্থন চেয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ওই দিনে জনজীবন স্বাভাবিক থাকে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.