হামলার জন্য দায়ী বিক্ষোভকারীরাই! এ কী বললেন উপাচার্য

0
1

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বিক্ষোভকারী পড়ুয়াদেরই কাঠগড়ায় দাঁড় করালেন উপাচার্য এম জগদীশ কুমার। হামলার ঘটনার নিন্দা করলেও, তাঁর অভিযোগ, এই হামলায় বিক্ষোভকারী পড়ুয়াদের কৃতকার্যের ফল। তবে, নিজের টুইটার হ্যান্ডেলে আহত ছাত্রছাত্রীদের প্রতি সমবেদনা জানান উপচার্য।

পাশাপাশি, বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন উপাচার্য জগদীশ কুমার। পরীক্ষায় নাম নথিভুক্তকরণে ইচ্ছুক পড়ুয়াদেরও বাধা দেওয়া হচ্ছে। এ কারণেই এই পরিস্থিতি। জেএনইউ-র ঐতিহ্য বিরোধী কাজ চলছে বলে অভিযোগ উপাচার্যের। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ‘গুন্ডাগিরির আঁতুরঘর’ হচ্ছে বলে ব্যাখ্যা করছেন বিজেপি নেতৃত্ব। উপাচার্যের সঙ্গে গেরুয়া শিবিরে মন্তব্য এক হয়ে যাওয়া নিয়েও কটাক্ষ করেছে বিরোধীরা।

আরও পড়ুন-ঘোষণা হল দিল্লির ভোটের দিন, ক’দফায়, কবে ভোট জেনে নিন…