নো সিএএ-এনআরসি, মহারাষ্ট্রের মন্ত্রীও জানিয়ে দিলেন

0
4

‘নো সিএএ’ আওয়াজ আগেই উঠেছিল। এবার আর এক কদম এগিয়ে মহারাষ্ট্র সরকারের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় জানিয়ে দিলেন, তাঁরা চেষ্টা করবেন যাতে রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু না হয়।

ছাত্র পরিষদ, ছাত্র ভারতী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের এনআরসি-সিএএ বিরোধী সম্মেলন আয়োজন করা হয়েছিল রবিবার। সেখানেই বর্ষা এই মন্তব্য করেন। কংগ্রেস নেত্রী বলেন, সংবিধান তৈরি করেছিলেন বাবাসাহেব আম্বেদকর। এনআরসি-সিএএ সেই সংবিধানের বিরোধী। আমি এখানে এসেছি এই কথাই বলতে যে মহারাষ্ট্র সরকার চেষ্টা করবে এই দুই আইন যাতে রাজ্যে লাগু না হয়। দেশের পড়ুয়া সমাজ এর বিরোধিতায় নেমেছে। কেন্দ্র দেখুক কীভাবে উত্তাল হয়েছে দেশ।