অভিযোগ দায়ের, চিহ্নিত দুষ্কৃতীরা, তবু জেএনইউ হামলায় গ্রেফতার শূন্য

0
3

অভিযোগ জমা পড়লেও এখনও জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, মুখোশধারী বেশ কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে তারা। পুলিশের কাছে জমা পড়া অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। কিন্তু গ্রেফতার শূন্য।

মুখ ঢাকা হামলাকারীদের চিহ্নিত করতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, জেএনইউ ক্যাম্পাসে ছাত্রী ও অধ্যাপিকাদের উপর হামলার ঘটনায় মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল পুলিশকে তলব করেছেন।

আরও পড়ুন-জেএনইউ কাণ্ডের প্রতিবাদে পথ অবরোধ যাদবপুরের পড়ুয়াদের