ঘোষণা হল দিল্লির ভোটের দিন, ক’দফায়, কবে ভোট জেনে নিন…

0
6

দিল্লির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, এক দফায় হবে দিল্লি বিধানসভার ভোট। ৮ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। গণনা হবে ১১ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে দিল্লি বিধানসভার মেয়াদ। দিল্লিতে বিধানসভার মোট আসন ৭০টি, রাজ্যে মোট ভোট কেন্দ্র থাকবে ১৩, ৭৫০ কোটি। ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৪৬ লক্ষ। ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সব ব্যবস্থা থাকবে। গোটা রাজ্যে প্রায় ৯০,০০০ আধিকারিক মোতায়েন করা হবে। প্রত্যেক কেন্দ্রে ডিসিপি পদমর্যাদার আধিকারিক পর্যবেক্ষণে থাকবেন। সুষ্ঠুভাবে ভোট পরিচালনায় কমিশন বদ্ধ পরিকর। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ১৪ জানুয়ারি।

আরও পড়ুন-উপাচার্য সঙ্ঘের এজেন্ট, হাসপাতালে শুয়ে বলছেন ঐশী