এই প্রথম মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক পেয়েছিলেন রাজ্যের একমাত্র কংগ্রেস পরিচালিত পুরসভা জয়নগর-মজিলপুরের চেয়ারম্যান সুজিত সরখেল। সপ্রতিভ, জনপ্রিয় এবং তরুণ এই জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানোর সুযোগ পেয়েই এলাকার প্রাণ ভোমরা কুলপি রোডের সম্প্রসারণের অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী জানান, বুলবুলের কারণে রাজ্যের কয়েক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে। একটি টাকাও কেন্দ্র দেয়নি। ফলে এখনই করা সম্ভব নয়। মানুষকে বোঝাও। মানুষকে বোঝালে মানুষ সব বোঝেন। তবে চেয়ারম্যানকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, পরিকল্পনা তৈরি রাখতে। পরে দেখবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা রাখছেন সুজিত।





























































































































