রাজ্যে ফের বৃষ্টির সম্ভবনার আভাস দিল হাওয়া অফিস

0
5

আবারও বৃষ্টির সম্ভাবনা রাজ্যেজুড়ে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় দুই বঙ্গে-এ ঘনকুয়াশা থাকবে। ঘনকুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ আর উত্তর বঙ্গের মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়িতে। যার দরুণ প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। আগামীকাল কলকাতার তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

হাওয়া অফিস জানাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্জা উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করেছে। আর সেই কারণেই পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান,বাঁকুড়া, মুর্শিদাবাদে ৮ ও ৯ তারিখ হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে। কলকাতাতে ৯ তারিখ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা।